দুই স্বতন্ত্রের যোগ লোকসভায় সেঞ্চুরি কংগ্রেসের

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক

ভারতের দিলিস্নতে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই লোকসভায় শক্তি বাড়ল 'ইনডিয়া' জোটের। বৃহস্পতিবার দুই স্বতন্ত্র এমপি যোগ দিয়েছেন কংগ্রেসে। তাদের মধ্যে একজন বিহারের পূর্ণিয়া স্বতন্ত্র এমপি পাপ্পু যাদব। এই যোগদানের ফলে লোকসভায় ১০০ আসনের গন্ডি পেরিয়ে গেল 'হাত শিবির'। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস লোকসভার আগে পাপ্পু নিজের দল 'জন অধিকার পার্টি'কে মিশিয়ে দেন কংগ্রেসের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতার সূত্র অনুযায়ী, পাপ্পুকে তার পছন্দের আসন থেকে প্রার্থী করতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েই জিতে আসেন তিনি। বৃহস্পতিবারই পাপ্পু কংগ্রেসের পতাকা হাতে নেন। আরও এক স্বতন্ত্র এমপি কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে খবর। শুধু কংগ্রেস নয়, তৃণমূলের সঙ্গেও অন্তত জনা-তিনেক বিজেপি এমপি যোগাযোগ করেছেন বলে জানা যাচ্ছে। যদিও কারা তৃণমূলে যোগ দিতে চাইছেন, সেটা এখনো স্পষ্ট নয়। তবে একটা জিনিস স্পষ্ট, আগামী ২-১ দিনের মধ্যে শক্তি আরও বাড়তে পারে ইনডিয়া জোটের। একাধিক এমপির যোগদান তো বটেই, টিডিপির একাধিক এমপিও নাকি চাইছেন ইনডিয়া জোটে যোগ দিক। কারণ, অতীতে এই বিজেপিই টিডিপি ভাঙিয়েছে। সব মিলিয়ে ইনডিয়া শিবিরের পরিধি ক্রমশ বাড়ছে।