সবচেয়ে বেশি ব্যবধানে জিতলেন যারা

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনের ফল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তিনশ' আসন ছুঁতে পারেনি। দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া 'ইন্ডিয়া' জোট। ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। বিজেপির স্মৃতি ইরানিসহ ওজনদার অনেকে হারলেও কয়েকজন প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়ে নজর কেড়েছেন। তাদের মধ্যে সবার ওপরে রয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের সংসদ সদস্য শংকর লালওয়ানি। বিজেপির এই প্রার্থী ১১ লাখ ৭২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জয়ের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। রাকিবুল হুসেইন ভোটে দাঁড়িয়েছিলেন আমাসের ধুবুরি আসন থেকে। কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন ১০ লাখ ১২ হাজার ভোটের ব্যবধানে।