শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
রায়বেরিলি আসন

মা সোনিয়া গান্ধীর রেকর্ড ভেঙে জিতলেন রাহুল

যাযাদি ডেস্ক
  ০৫ জুন ২০২৪, ০০:০০
মা সোনিয়া গান্ধীর রেকর্ড ভেঙে জিতলেন রাহুল

ভোট গণনার সাত ঘণ্টা যেতে-না যেতেই নিশ্চিত হয়ে গেছে, উত্তরপ্রদেশের রায়বেরিলি আসনে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। সেটিও রেকর্ডগড়া ব্যবধানে। ওই আসনে নিকটতম প্রার্থীর চেয়ে চার লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন এ কংগ্রেস নেতা। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

২০০৪ সাল থেকে এই আসন ধরে রেখেছিলেন সোনিয়া গান্ধী। ২০১৯ সালের নির্বাচনে তিনি প্রতাপ সিংয়ের বিপক্ষে এক দশমিক ৬৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে এবার এই আসনে লড়েননি সোনিয়া।

রায়বেরিলির গত কয়েকবারের এমপি সোনিয়া গান্ধী এবার এই আসন ছেড়ে রাজ্যসভায় যাওয়ায় সেখানে প্রার্থী হন তার ছেলে রাহুল গান্ধী। গতবারের জয়ী আসন ওয়ানাড়েও প্রার্থী হয়েছেন রাহুল।

কংগ্রেসের 'দুর্গ' বলে পরিচিত রায়বেরিলি আসনে ২০১৯ সালের নির্বাচনে সোনিয়া গান্ধীর কাছে এক লাখ ৬৭ হাজার ভোটে হেরেছিলেন দীনেশ।

এরই মধ্যে রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির এই নেতা। এক পোস্টে তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, দলীয় নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করলেও সিদ্ধান্তটি তাদের হাতে ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে