শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির অভিযোগ প্রত্যাখ্যান চীনের

যাযাদি ডেস্ক
  ০৪ জুন ২০২৪, ০০:০০
শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির অভিযোগ প্রত্যাখ্যান চীনের

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে আসন্ন শান্তি সম্মেলন নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, শান্তি আলোচনায় চীনের অবস্থান ন্যায্য ও যৌক্তিক। তথ্যসূত্র : এএফপি

রোববার সিঙ্গাপুরে জেলেনস্কি দাবি করেছিলেন, জেনেভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে চীন।

এই অভিযোগ প্রত্যাখ্যান করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন তৃতীয় কোনো দেশকে নিশানা করে না। শান্তি সম্মেলন আয়োজনের জন্য সুইজারল্যান্ডকে নিশানা করা হয়নি।

কিয়েভের প্রত্যাশা, এই সম্মেলন থেকে রাশিয়ার আক্রমণ অবসানে ইউক্রেনের প্রস্তাবিত পরিকল্পনার

প্রতি বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন

অর্জন হবে।

গত সপ্তাহে আসন্ন শান্তি সম্মেলনের সমালোচনা করে চীন বলেছিল, রাশিয়া যদি অংশগ্রহণ না করে, তাহলে বেইজিংয়ের উপস্থিত হওয়া কঠিন হবে। চীনের দাবি, চলমান সংঘাতে তারা নিরপেক্ষ এবং সংলাপের মাধ্যমে শত্রম্নতা অবসানে উন্মুখ। তবে পশ্চিমা দেশগুলো চীনের সমালোচনা করে আসছে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে