শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব

হামাসের শাসনে 'না' ইসরাইলের

যুদ্ধের পরও তারা গাজায় থাকবে সাফ জানাল হামাস ২৪ ঘণ্টায় গাজার ৫০ স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
যাযাদি ডেস্ক
  ০৪ জুন ২০২৪, ০০:০০
হামাসের শাসনে 'না' ইসরাইলের

টানা আট মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন চলছে। জায়নবাদী ভূখন্ডটি যে কোনো মূল্যে হামাসকে নির্মূল করতে চায়। অন্যদিকে, পাল্টা প্রতিরোধে গাজায় এখনো অবস্থান ধরে রেখেছে হামাস। এর মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনাও। হামাস বলছে, যুদ্ধের পরও তারা গাজায় থাকবে। তবে গাজায় হামাসের শাসন আর কোনোভাবেই মেনে নেবে না ইসরাইল। তথ্যসূত্র : আল-জাজিরা, এএফপি

ইসরাইল গাজায় হামাসের শাসন আর মেনে নেবে না এবং হামাসের বিকল্প কারা হতে পারে, সেটি তারা (ইসরাইল) পরীক্ষা করছে বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন। তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবকে অগ্রাহ্য করার আরও একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। গ্যালান্ত রোববার এক বিবৃতিতে বলেছেন, 'আমরা আমাদের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপগুলো পরিচালনা করার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিকল্প শাসক খুঁজে বের করার বিষয়টি মূল্যায়ন করছি।'

গ্যালান্ত বলেছেন, 'আমরা একের পর এক এলাকা বিচ্ছিন্ন করব, সেই এলাকাগুলো থেকে হামাস সদস্যদের সরিয়ে দেব এবং এমন একটি বাহিনী তৈরি করব, যা (হামাসের) একটি বিকল্প সরকার গঠন করতে পারবে এবং বিকল্প সেই সরকার হামাসের জন্যও হুমকি হবে।'

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, 'একদিকে সামরিক পদক্ষেপ, অন্যদিকে সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে হবে। চলমান যুদ্ধের এই দুটি লক্ষ্য আমাদের সামগ্রিক লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করবে। আর তা হলো- হামাস সরকার এবং এর সামরিক শক্তিকে ধ্বংস করা এবং বন্দিদের ফিরিয়ে আনা। যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমরা গাজায় হামাসের শাসন কোনো পর্যায়েই মেনে নেব না।'

এর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার একটি প্রস্তাব সামনে আনেন। বাইডেনের এই যুদ্ধবিরতি প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে। যেখানে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে। চুক্তি অনুযায়ী, পরে সব বন্দির মুক্তি, শত্রম্নতা ও সংঘাতের স্থায়ী অবসান এবং ব্যাপকভাবে গাজা পুনর্র্নির্মাণ পরিকল্পনার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন ওই প্রস্তাবটি ঘোষণা করার পর সেটি মেনে নিতে ইসরাইলের সরকারের ওপর এরই মধ্যে চাপ বাড়ছে। অবশ্য ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করা হামাস মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবটির বিষয়ে 'ইতিবাচকভাবে' প্রতিক্রিয়া জানিয়েছে।

২৪ ঘণ্টায় গাজার ৫০ স্থানে হামলা

গত ২৪ ঘণ্টায় গাজার ৫০টি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সামরিক অবকাঠামো, অস্ত্রের ডিপো এবং হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গাজার মধ্যাঞ্চলে হামাসের একটি লক্ষ্যে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। পুরো গাজাজুড়ে ইসরাইলের সর্বশেষ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। বুরেইজি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় ছয় নারী এবং এক শিশু নিহত হয়েছে।

এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। খান ইউনিসের বেশকিছু আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়। এতে কমপক্ষে তিন শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে