শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
ভারতে লোকসভা নির্বাচন

এক্সিট পোল নয়, এটা মোদি পোল সমীক্ষা ওড়ালেন রাহুল

কংগ্রেসের খাতা-কলমে হিসাব, ২৯৫ আসন পাবে ইনডিয়া জোট, বুথফেরত সমীক্ষা 'ফেক', গণনায় অংশ নিন : কর্মীদের মমতা
যাযাদি ডেস্ক
  ০৩ জুন ২০২৪, ০০:০০
রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, এবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি তথা ক্ষমতাসীন জোট এনডিএ। তবে প্রত্যাশিতভাবেই সব 'এক্সিট পোল' (বুথ ফেরত সমীক্ষা) খারিজ করে দিয়েছে কংগ্রেস। খোদ দলের 'প্রধান মুখ' রাহুল গান্ধী প্রকাশ্যে দাবি করলেন, 'যে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, সেটা কাল্পনিক। এটা মোদি-সমীক্ষা।' এখানেই শেষ নয়, কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারাও নিজেদের রাজ্যের পরিসংখ্যান তুলে ধরে সমীক্ষা খারিজ করে দিয়েছেন। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

রোববার কংগ্রেসের সদর দপ্তরে রাহুল গান্ধীকে বুথ ফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে জবাব দেন, ওটা এক্সিট পোল নয়, মোদি পোল। কংগ্রেস নেতার কথায়, "এটার নাম 'মোদি পোল', 'এক্সিট পোল' নয়। এটা 'মোদি মিডিয়া পোল'। 'কল্পনার পোল'।" ইনডিয়া জোট কত আসন পাবে? এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধী আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, 'সিধু মুসেওয়ালার একটা গান আছে- ২৯৫। আমাদের খাতায় ২৯৫ আসন আসছে।'

সার্বিকভাবে কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি তথা বড় নেতারা নিজেদের রাজ্যের পরিস্থিতি এবং দলের অভ্যন্তরের সমীক্ষা তুলে ধরেছেন। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার যেমন দাবি করলেন, সেই রাজ্যে কংগ্রেস দুই-তৃতীয়াংশ আসন পাবে। রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা দাবি করেছেন, মরুরাজ্যে কংগ্রেস অন্তত ১১-১২ আসনে জেতা নিশ্চিত। সার্বিকভাবে ২৫ আসনের মধ্যে বিজেপির চেয়ে বেশি আসন পাওয়ার দাবি করেছেন তিনি। তেমনি মহারাষ্ট্রের প্রদেশ সভাপতি নানা পাটোলে দাবি করেছেন, সেই রাজ্যে ইনডিয়া জোট ৩৮-৪০ আসন জিতবে। এভাবেই কংগ্রেসের বিভিন্ন রাজ্যের নেতারা এক্সিট পোল প্রত্যাখ্যান করেছেন।

আসলে এক্সিট পোল প্রকাশ্যে আসার পর দেশজুড়েই কংগ্রেস তথা ইনডিয়া জোটের নেতারা খানিকটা মিইয়ে পড়েছেন। আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। কংগ্রেসের সাফ দাবি, এই এক্সিট পোল সরকারের চাপে মানসিকভাবে বিরোধীদের ভেঙে দেওয়ার জন্য করা হয়েছে। সেই কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর এদিন মরিয়া চেষ্টা করে গেলেন কংগ্রেস নেতারা।

বুথ ফেরত সমীক্ষা 'ফেক', গণনায়

অংশ নিন : কর্মীদের মমতা

এদিকে, তৃণমূল কংগ্রেস নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, 'বুথ ফেরত সমীক্ষা বিশ্বাস করি না।' তার দাবি, "এসব এক্সিট পোল 'ফেক'। সিবিআই-আয়কর দপ্তরকে পেছনে লাগিয়েছে বিজেপি।"

শনিবার শেষ হয়েছে সাত দফা ভোট। তারপরই প্রকাশ্যে এসেছে এক্সিট পোল তথা বুথ ফেরত সমীক্ষা। কম-বেশি সব সমীক্ষার দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গেও ২৫-এর কাছাকাছি আসন পাচ্ছে 'পদ্মফুল' শিবির। যা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। এমন পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো।

মমতার প্রশ্ন, 'সংবাদ মাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে- কত টাকার বিনিময়ে?' একই সঙ্গে তার স্পষ্ট কথা, 'আমি এই হিসাব মানি না।' এরপরই দলীয় কর্মীদের উদ্দেশে দলনেত্রীর বার্তা, 'কর্মীদের বলব শক্ত থাকতে। গণনায় অংশ নিন। সংবাদ মাধ্যম যা দেখিয়েছে, আমরা তার দ্বিগুণ পাব। প্রত্যেক আসনে জিতব।'

পশ্চিমবঙ্গে কত আসন পাবে তৃণমূল? কী বলছে দলের অভ্যন্তরীণ অঙ্ক? প্রশ্নের জবাবে মমতা বলেন, 'কোনো নম্বরে আমি যাব না। তবে যেভাবে মাঠে-ময়দানে নেমে আমি কাজ করেছি, মানুষের চোখ দেখেছি। আমার মনে হয় না মানুষ আমাদের ভোট দেবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে