শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

দামি বিচ্ছেদ, খোরপোশ ১০০ কোটি ডলার

যাযাদি ডেস্ক
  ০১ জুন ২০২৪, ০০:০০
দামি বিচ্ছেদ, খোরপোশ ১০০ কোটি ডলার

দক্ষিণ কোরিয়ায় ধনকুবের চে তায়ে-ওনকে বিবাহ বিচ্ছেদের পর সাবেক স্ত্রীর খোরপোশ হিসেবে রেকর্ড এক লাখ ৩৮ হাজার কোটি ওন (১০০ কোটি ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

দেশটিতে বিবাহবিচ্ছেদের ঘটনায় এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় অঙ্কের খোরপোশ। চে তায়ে-ওনের বিয়ে ভেঙে যাওয়ার প্রায় এক দশক পর সিউল হাইকোর্টের এ নির্দেশ এসেছে।

তায়ে-ওনের বিবাহ বহির্ভূত প্রেম সম্পর্ক এবং সন্তানের বাবা হওয়ার ঘটনা সামনে আসার পর স্ত্রী রোহ সো-ইয়ং এর সঙ্গে তার ৩৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে।

চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক করপোরেশন 'এসকে গ্রম্নপ'র চেয়ারম্যান। বৃহস্পতিবার সিউল হাইকোর্ট ওনের এই কোম্পানির শেয়ার তার সাবেক স্ত্রী সো-ইয়ং পাবেন বলে রায় দিয়েছে। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে