প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল : বললেন কংগ্রেস সভাপতি

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবারই ঘোষণা করা হয়েছিল, ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে বেছে নেওয়া হবে 'ইনডিয়া' জোটের প্রধানমন্ত্রী কে হবেন। এবার কংগ্রেস সভাপতি মলিস্নকার্জুন খাড়্‌গে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম পছন্দ। এক সাক্ষাৎকারে তিনি জানান, যদি এই নির্বাচনে ইনডিয়া জোট বিজেপিকে হারিয়ে দেয়, তাহলে মোদির পর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত রাহুল গান্ধীর। খাড়্‌গের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি রাহুলকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস শিবির? তথ্যসূত্র : এনডিটিভি মলিস্নকার্জুন খাড়্‌গে জানান, 'প্রধানমন্ত্রী পদের জন্য আমার প্রথম পছন্দ রাহুল গান্ধী। কারণ তিনি শুধু যুব সমাজের প্রতিনিধি নন, তিনি গোটা দেশের প্রতিনিধিত্ব করেন।' তবে বিরোধী জোট জয় পেলে রাহুলকেই প্রধানমন্ত্রী করা হবে, এমন সম্ভাবনা পুরোপুরি এড়িয়ে যান খাড়্‌গে। তিনি বলেন, 'এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মতিতে নেওয়া হবে। এবং আমি বিশ্বাস করি ৪ জুন দেশের জনতা ইনডিয়া জোটকেই সরকারে আনতে চলেছে।' প্রসঙ্গত, শুরু থেকেই ইনডিয়া জোটের নীতি ছিল- ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোনো প্রধানমন্ত্রী মুখ থাকবে না। এর মধ্যেই খাড়্‌গের এই বক্তব্য এলো। এতে ইনডিয়া জোটের অন্দরে গুঞ্জন বাড়িয়েছে।