তীব্র দাবদাহে মৃতু্যর মিছিল ভারতে, শঙ্কা ধূলিঝড়েরও

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
তীব্র দাবদাহে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এতে মৃতু্য হয়েছে অর্ধশতাধিক মানুষের। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বহু মানুষ এখন হাসপাতালে। তারপরও কাজের প্রয়োজনে লোকজনকে বাইরে যেতে হচ্ছে। এই তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে অনেকে মুখে কাপড় পেঁচিয়ে বাইরে যাচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার রাজধানী দিলিস্ন থেকে তোলা -বস্নুমবার্গ
পূর্ব, উত্তর ও মধ্য ভারতের বহু স্থানে তাপপ্রবাহে অন্তত ৫৪ জনের মৃতু্য হয়েছে। এই পরিস্থিতিতে আবার দেখা দিয়েছে ধূলিঝড়ের আশঙ্কা। শুক্রবার উত্তরপ্রদেশ, হরিয়ানা, চন্ডিগড় ও দিলিস্নতে ঝড় হতে পারে। উত্তরপ্রদেশে ধূলিঝড়ের পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত। সেই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে রোববার পর্যন্ত বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। তথ্যসূত্র : এনডিটিভি, ইনডিয়ান এক্সপ্রেস গত বৃহস্পতিবার বিহারের ঔরঙ্গাবাদে মাত্র দুই ঘণ্টায় প্রাণ হারান ১৬ জন। একটি হাসপাতালে ভর্তি করা হয় তীব্র দাবদাহের শিকার প্রায় ৩৫ জনকে। ঔরঙ্গাবাদ শহরই এই মুহূর্তে বিহারের সবচেয়ে উষ্ণতম অঞ্চল। রাজ্যের বাকি অঞ্চলেও একই অবস্থা। সব মিলিয়ে ঔরঙ্গাবাদে ১৭, আরাতে ছয়, পাটনায় এক, গয়া ও রোহতাসে তিনজন মারা গেছেন। বক্সারে মৃতু্য হয়েছে দুইজনের। সব মিলিয়ে কেবল বিহারেই ২৪ ঘণ্টার মধ্যে ৩২ জনের প্রাণ গিয়েছে গরমের দাপটে। বৃহস্পতিবার এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার সেখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৮.২ ডিগ্রিতে। সেদিন এই শহরটিই ছিল বিহারের সবচেয়ে উষ্ণতম স্থান, যা রাজ্যটির জন্যও একটি রেকর্ড। ভিডিও ফুটেজগুলোতে মৃতদের পরিবারের সদস্যদের হাসপাতালে কাঁদতে দেখা গেছে। একজন ডাক্তার বলেছেন, অন্তত ৩৫ জন রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে রোগীদের জন্য সব ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'আমাদের কাছে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ ও বরফের প্যাক রয়েছে এবং আরও কুলারের ব্যবস্থা করা হয়েছে।' এদিকে, ওড়িশার রাউরকেলস্নায় দাবদাহে প্রাণ হারিয়েছেন ১০ জন। একই কারণে ঝাড়খন্ডের পালামৌ ও রাজস্থানে পাঁচজনের মৃতু্য হয়েছে। উত্তরপ্রদেশের সুলতানপুরে মৃতু্য হয়েছে একজনের। এর আগে বিহারের দ্বারভাঙার বাসিন্দা ৪০ বছরের এক ব্যক্তি দিলিস্নতে হিট স্ট্রোকের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন। সব মিলিয়ে এবার তাপপ্রবাহে দেশের এই অংশে মৃতু্য হয়েছ ৫৪ জনের। কয়েকদিন ধরেই ভারতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে দিলিস্ন। সেখানকার তাপমাত্রা পৌঁছে গেছে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে। শুধু তাই নয়, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে। 'অগ্নিদৌড়ে' খুব একটা পিছিয়ে নেই বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোও। আর তার ধাক্কাতেই পর পর মৃতু্যর ঘটনায় বাড়ছে আতঙ্ক।