শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনকে রুশ টার্গেটে হামলার অনুমতি দিলেন বাইডেন

'একতরফাভাবে বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে রুশ বাহিনী'
যাযাদি ডেস্ক
  ০১ জুন ২০২৪, ০০:০০
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

আমেরিকার সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এসব অস্ত্র কেবল খারকিভ অঞ্চলের কাছে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাদের একজন বলেছেন, 'পাল্টা গোলাবর্ষণের' ক্ষেত্রে কিংবা রুশ বাহিনী 'হামলা করলে' বা 'হামলার প্রস্তুতি' নিলে মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। তথ্যসূত্র : বিবিসি, এএফপি

রুশ বাহিনী সম্প্রতি তাদের সীমান্তের কাছে খারকিভ অঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে সাফল্য পেয়েছে। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার গোলার আঘাতে খারকিভ শহরের উপকণ্ঠে একটি আবাসিক ভবনে তিনজন মারা গেছেন, আহত হয়েছেন ১৬ জন। ওই মার্কিন কর্মকর্তা এটাও বলেছেন, 'রাশিয়ার ভেতরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম' (এটিএসিএমএস) বা দূরপালস্নার হামলা নিষিদ্ধের প্রশ্নে আমাদের নীতির পরিবর্তন হয়নি।'

নতুন নীতিতে রুশ বিমানে হামলার অনুমতি দেওয়া হয়েছে কি না, সংবাদমাধ্যম 'সিবিএস'র এমন প্রশ্নে এক মার্কিন কর্মকর্তা বলেন, 'আমরা কখনোই তাদের (ইউক্রেইন) বলিনি যে, তাদের আক্রমণ করতে আসছে- এমন রুশ বিমানকে রাশিয়ার মাটিতে হামলা করা যাবে না।' হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছিল, পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র যাতে ইউক্রেন ব্যবহার করতে পারে, সেজন্য তারা বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে।

এ ধরনের পদক্ষেপে সংঘাত আরও তীব্র হতে পারে- এমন উদ্বেগের মধ্যে বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও এ ধরনের অস্ত্র ব্যবহারে বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছেন। তবে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় বিধিনিষেধ শিথিল করার বিরোধিতা করে আসছে ইউক্রেনের বেশিরভাগ অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন। মলদোভা সফরকালে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, 'প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন মোতাবেক আমরা খাপ খাইয়ে এবং মানিয়ে নিয়েছি। সামনের দিনগুলোতেও আমরা তাই করব।'

রুশ বাহিনী সম্প্রতি খারকিভের আরও গভীরে প্রবেশের সুযোগ পেয়েছে, যখন কিয়েভ আরও পশ্চিমা অস্ত্রের জন্য অপেক্ষায় ছিল। গত সপ্তাহে শহরটির একটি সুপার মার্কেটে রুশ বাহিনী দুটি গস্নাইড বোমা হামলা চালালে অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন আহত হন। শুক্রবার ভোরে খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ 'টেলিগ্রামে' বলেন, রাশিয়ার গোলা নভোবাভারস্কি জেলার একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট বস্নকে আঘাত হেনেছে। এতে ভবনটির একাংশ ধ্বংস হয়েছে এবং আগুন ধরার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত এবং দুই কিশোর-কিশোরীসহ ১৬ জন আহত হয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের কর্মকর্তাদের অভিযোগ, 'একতরফাভাবে বেসামরিক অবকাঠামোকে' হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে রুশ বাহিনী এবং তারা 'ডাবল স্ট্রাইক' কৌশল (চিকিৎসক ও উদ্ধারকর্মী পৌঁছার পর ফের হামলা) ব্যবহার করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে