শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বিচারে হংকংয়ের ১৪ গণতন্ত্রপন্থি আন্দোলনকারী দোষী সাব্যস্ত

যাযাদি ডেস্ক
  ৩১ মে ২০২৪, ০০:০০
বিচারে হংকংয়ের ১৪ গণতন্ত্রপন্থি আন্দোলনকারী দোষী সাব্যস্ত

হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আনা বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে গণতন্ত্রপন্থি ১৪ আন্দোলনকারী দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার হংকং হাইকোর্টের দেওয়া এই রায়ে দুই আন্দোলনকারী খালাস পেয়েছেন। তথ্যসূত্র : বিবিসি

বিবাদীদের বিরুদ্ধে হংকং সরকারকে পঙ্গু করে দেওয়ায় 'ঘৃণ্য ষড়যন্ত্র' এবং ২০২০ সালের জুলাইয়ে নগরব্যাপী নির্বাচনে এক অনানুষ্ঠানিক আগাম বাছাইয়ের মাধ্যমে নগরীর নেতাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।

২০১৯ সালে বেইজিং হংকংয়ের জন্য কঠোর নিরাপত্তা আইন করার পরিকল্পনা নিলে গণতন্ত্রপন্থিরা নগরীটিজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু করে। এরপর কয়েকদিন ধরে ভোররাতে চালানো কয়েকটি অভিযানে পুলিশ ৪৭ জন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। এদের অধিকাংশকেই ২০২১ সালের ২৮ ফেব্রম্নয়ারি আটক করা হয়। বিচার চলাকালে ৩১ জন দোষ স্বীকার করেন।

তিন বছরের বেশি সময় পর বৃহস্পতিবার হংকংয়ের গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারের রায় এলো। এতে দোষী সাব্যস্ত ১৪ জনের সাজা পরবর্তী কোনো এক দিন ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে