মনমোহনের খোলাচিঠি

প্রধানমন্ত্রীর দপ্তরের মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছেন মোদি

আগে কোনো প্রধানমন্ত্রী জনসম্মুখে এত নিম্নমানের কথা বলেননি

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ শনিবার। বৃহস্পতিবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। আর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশে খোলাচিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেছেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দপ্তরের মর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তথ্যসূত্র : এবিপি নিউজ, ইনডিয়ান এক্সপ্রেস শনিবার অন্য অনেক রাজ্যের সঙ্গে পাঞ্জাবেও ভোট রয়েছে। দেশবাসীর উদ্দেশে চিঠি লিখলেও মূলত পাঞ্জাবিদের উদ্দেশেই বার্তা দিতে চেয়েছেন মনমোহন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন খোলাচিঠিতে লিখেছেন, 'নির্বাচনী প্রচারে মোদি কীভাবে কথা বলেছেন সেটা খেয়াল করেছি। ঘৃণা-ভাষণের সবচেয়ে জঘন্যতম পর্যায়ে নেমে গিয়েছেন প্রধানমন্ত্রী। মোদিই হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি জনসভায় এমন জঘন্য ভাষা প্রয়োগ করেছেন। যে কথার মধ্যে ঘৃণা ও বিভেদ ভরা। এইভাবে প্রধানমন্ত্রী পদেরও অবমাননা করেছেন তিনি।' মনমোহনের কথায়, নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে লাগাতার আক্রমণ করছেন প্রধানমন্ত্রী মোদি- এমনটা ভারতে কখনো দেখা যায়নি। মনমোহন এটাও লিখেছেন, 'তিনি (মোদি) আমার বিরুদ্ধেও অসত্য কথা বলেছেন। আমি কখনো কোনো সম্প্রদায়কে নিয়ে কোনো মন্তব্য করিনি। ওই বিষয়টিতে বিজেপির স্বত্ব নেওয়া রয়েছে।' কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মনমোহন লিখেছেন, 'পাঞ্জাবে ৭৫০ জন কৃষকের মৃতু্য হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে সে প্রসঙ্গে কোনো কথা শোনা যায়নি। অথচ আন্দোলনকারীদের তিনি পরজীবী বলে কটাক্ষ করেছেন।' মনমোহনের দাবি, কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৩০ লাখ শূন্যপদ রয়েছে। কিন্তু ১০ বছরে মোদি সরকার তা পূরণ করেনি। বরং সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ করেছে। যা থেকে বিজেপির জাতীয়তাবাদের মুখোশ খুলে গেছে বলে খোলাচিঠিতে লিখেছেন মনমোহন। সেনাবাহিনীতে পাঞ্জাবের ভূমিকার ইতিহাসও স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। মোদি আমলে সামগ্রিকভাবে পারিবারিক সঞ্চয় এবং আমজনতার ক্রয়ক্ষমতাও তলানিতে গিয়ে ঠেকেছে বলেও দাবি করেছেন মনমোহন। সার্বিকভাবে এই ১০ বছরে সব দিক থেকেই ভারত নিম্নগামী হয়েছে বলে দাবি করেছেন মনমোহন। ভোটারদের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রীর বার্তা, 'এই শেষ সুযোগ ভারতের সংবিধান, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ পরিকাঠামোকে রক্ষা করার। সে কথা ভেবে আপনারা আপনাদের মত প্রদান করুন।'