জাতিসংঘ মহাসচিবের নিন্দা

রাফার কেন্দ্রস্থলে ইসরাইলি ট্যাংক বিমান হামলায় নিহত আরও ২১

কিছু ট্যাংক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। সেখানে হামাসসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরাইলি বাহিনীর লড়াই চলছে

প্রকাশ | ৩০ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরাইলি ট্যাংক
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ উপেক্ষা করে ফিলিস্তিনের গাজার রাফায় হামলা জোরদার করেছে ইসরাইল। মঙ্গলবার প্রথমবারের মতো রাফার কেন্দ্রস্থলে পৌঁছে যায় ইসরাইলি ট্যাংক। এ ছাড়া রাফার পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিদের আরেকটি তাঁবু শিবিরে মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় ২১ জন নিহত হয়েছে। এর আগে রোববার রাতে রাফায় নিরাপদ ঘোষিত অঞ্চলে শরণার্থী তাঁবুতে হত্যাযজ্ঞ চালায় ইসরাইল। তাল আস-সুলতান এলাকায় বিমান হামলায় ২৩ নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ কমপক্ষে ৪৫ জন নিহত হন। নিহত ব্যক্তিদের অনেকে জীবন্ত পুড়ে মারা যান। শিশুদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। আইসিজের আদেশ মেনে রাফায় অভিযান বন্ধের আহ্বান জানায় জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন দেশ। আলজেরিয়ার আবেদনে এ নিয়ে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও আহ্বান করা হয়। রাফায় তাঁবুতে আশ্রয় নেওয়া লোকজনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, 'বহু বেসামরিক নাগরিক নিহতের এ ঘটনায় আমি ইসরাইলি কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি। এসব মানুষ প্রাণঘাতী এ সংঘাত থেকে বাঁচতে শুধু সেখানে আশ্রয় নিয়েছিলেন।' জাতিসংঘ মহাসচিব আরও বলেন, 'গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এ ভয়াবহতা অবশ্যই বন্ধ করতে হবে।' কিন্তু আইসিজের আদেশ ও রোববারের হত্যাযজ্ঞের ঘটনায় বৈশ্বিক নিন্দা উপেক্ষা করে রাফায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য রাফার আল-আওদা মসজিদের কাছে ইসরাইলি ট্যাংকের উপস্থিতি দেখা গেছে। ইসরাইলি ট্যাংকগুলো পশ্চিম রাফার আরও ভেতরে ঢুকে পড়েছে। কিছু ট্যাংক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। সেখানে হামাসসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরাইলি বাহিনীর লড়াই চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাফায় ইসরাইলি বাহিনী দূরনিয়ন্ত্রিত সাঁজোয়া যান ব্যবহার করছে বলে মনে হচ্ছে। কিছু সাঁজোয়া যানের ভেতরে বা আশপাশে তাৎক্ষণিক কোনো সেনার উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরাইলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। ৭২৩ স্বাস্থ্যকর্মী নিহত আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এ যুদ্ধে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কমপক্ষে ৪৫০ বার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৭২৩ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২৪ জন। বিশ্বস্বাস্থ্য সংস্থা এসব তথ্য দিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ইসরাইলের হামলায় আরও ৪৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ৩৬ হাজার ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানুষের সুরক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ নিতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে। ইসরাইলকে অস্ত্রের চালান না পাঠাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে থাকার সময় যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন, 'ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরাইলের আছে। বিমান হামলায় হামাসের দুজন জ্যেষ্ঠ সন্ত্রাসী নিহত হয়েছেন সেটাও আমরা বুঝতে পেরেছি। ইসরাইলে সাধারণ মানুষের ওপর হামলার জন্য এই সন্ত্রাসীরা দায়ী ছিলেন।' 'তবে আমাদের বার্তা সুস্পষ্ট, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব সতর্কতামূলক পদক্ষেপ ইসরাইলকে নিতে হবে।' ইসরাইলকে সমর্থন করা থেকে পিছু হটতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে আছেন। এমনকি গত রোববার রাতে গাজার রাফায় একটি আশ্রয়শিবিরে ইসরাইলের হামলায় ৪৫ জন নিহতের ঘটনার আগে থেকেই এ চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট দলের বিশিষ্ট আইনপ্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সোমবার স্যোসাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ইসরাইলের ওই বিমান হামলা ছিল 'অমার্জনীয় নৃশংসতা'। ইসরাইলকে দেওয়া পুরনো প্রতিশ্রম্নতি ও সামরিক সহায়তা স্থগিত করার জন্য বাইডেনকে আহ্বান জানান তিনি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'জাতিগত হত্যায় উন্মত্ত' বলে সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি-মার্কিন সদস্য রাশিদা তালিব। ইসরাইল রাফার পূর্বাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে। এর মধ্যে রোববার রাতে রাফার আশ্রয়শিবিরে ইসরাইলের হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডবিস্নউএ) মঙ্গলবার বলেছে, গত তিন সপ্তাহে ইসরাইলের হামলা থেকে বাঁচতে রাফা থেকে পালিয়ে গেছে প্রায় ১০ লাখ মানুষ। 'ইসরাইল সীমা লংঘন করেনি' অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র এমনটা মনে করে না। ইসরাইলি বাহিনী শহরটি কেন্দ্রে পৌঁছানো এবং মিশর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করলেন। কিরবি একই সঙ্গে ইসরাইলের বিমান নিয়েও প্রশ্ন তোলেন। ওই হামলায় রোববার বাস্তুচু্যতদের একটি তাঁবুর শিবিরে আগুন ধরে গেলে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃদ্ধও ছিল।