শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

আইসিসির কৌঁসুলিকে হুমকি দিয়েছিলেন মোসাদের গোয়েন্দাপ্রধান

যাযাদি ডেস্ক
  ২৯ মে ২০২৪, ০০:০০
আইসিসির কৌঁসুলিকে হুমকি দিয়েছিলেন মোসাদের গোয়েন্দাপ্রধান

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিসি) কৌঁসুলি ফাতু বেনসুদাকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত থেকে সরে আসার জন্য হুমকি দিয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা 'মোসাদ'র পরিচালক ইয়োসি কোহেন। তথ্যসূত্র : গার্ডিয়ান

ইসরাইলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরকে একাধিক গোপন বৈঠকে হুমকি দিয়েছিলেন, যেখানে তিনি তাকে যুদ্ধাপরাধের তদন্ত পরিত্যাগ করার জন্য চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

ফাতু বেনসুদা যখন অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলের যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছিলেন, ওই সময় তার সঙ্গে গোপনে একাধিকবার যোগাযোগ করেন ইয়োসি কোহেন। বৈঠকগুলোতে বেনসুদা ব্যক্তিগতভাবে হুমকি দিয়েছিলেন কোহেন।

২০২১ সালে শুরু হওয়া এই তদন্তটির কাজ গত সপ্তাহে শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে