শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

টর্নেডোর তান্ডবে আমেরিকায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১৮

যাযাদি ডেস্ক
  ২৮ মে ২০২৪, ০০:০০
টর্নেডোর তান্ডবে আমেরিকায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১৮

আমেরিকার চারটি অঙ্গরাজ্যে টর্নেডোর তান্ডবে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। টর্নেডো ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। এর মধ্যে শুধু টেক্সাসেই মারা গেছেন সাতজন। তথ্যসূত্র : সিএনএন

টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদু্যৎবিচ্ছিন্ন হয়েছে ২০ হাজার পরিবার। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদু্যতের খুঁটি। বিশাল এ অঞ্চলের ১০ কোটি ৯০ লাখ বাসিন্দা এসব পরিস্থিতির হুমকির মুখে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত শনিবার সন্ধ্যায় আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল। কর্মকর্তারা জানান, ওকলাহোমা সীমান্তের কাছে টেক্সাসের কুক কাউন্টিতে সাতজনের মৃতু্যর খবর পাওয়া গেছে। সেখানে শনিবার রাতে টর্নেডো একটি মোবাইল হোম পার্কের কাছে একটি গ্রামীণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। ওকলাহোমাতেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

আমেরিকার দক্ষিণাঞ্চলের সমভূমি ও মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে প্রতি বছরের মে মাসেই শক্তিশালী টর্নেডো দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে