হাইতিতে মার্কিন মিশনারি গোষ্ঠীর ৩ সদস্য নিহত

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
হাইতিতে অপরাধী দলের চোরাগোপ্তা হামলায় এক মার্কিন খ্রিষ্টান মিশনারি গোষ্ঠীর তিন মিশনারি নিহত হয়েছেন। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছেন। তারা একটি গির্জা থেকে বের হওয়ার পরই বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলার শিকার হন। নাটালি আমেরিকার মিসৌরি রাজ্যের আইনপ্রণেতা বেন বেকারের মেয়ে। বেকার তার মেয়ে ও জামাইয়ের মৃতু্যর কথা নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, 'অপরাধী দলের হামলার শিকার হয়ে তারা উভয়েই নিহত হয়েছেন। তারা একসঙ্গে স্বর্গে চলে গেছেন। আমার হৃদয় টুকরা টুকরা হয়ে গেছে। এ ধরনের বেদনা কখনোই অনুভব করিনি।' এই দম্পতি ২০২২ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার পূর্ণ সময় মিশনারি হিসেবে কাজ করতেন। তাদের সংগঠন আমেরিকার ওকলাহোমাভিত্তিক গোষ্ঠী 'মিশন ইন হাইতি' মার্কিন গণমাধ্যমকে নিশ্চিত করেছে, এ ঘটনায় নিহত তৃতীয় জন হলেন জুড মন্টেস। নিহত ডেভি লয়েড মিশন ইন হাইতির প্রতিষ্ঠাতা ডেভিড লয়েড ও অ্যালিসা লয়েডের ছেলে। ২০০০ সাল থেকে 'মিশন ইন হাইতি'র কার্যক্রম শুরু হয়। তথ্যসূত্র : রয়টার্স