শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

চীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত ২

যাযাদি ডেস্ক
  ২২ মে ২০২৪, ০০:০০
চীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত ২

চীনের দক্ষিণাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের গুইজি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে কমপক্ষে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে কোনো শিশুশিক্ষার্থী রয়েছে কি-না তা তাৎক্ষণিক জানা যায়নি। বিদ্যালয়টিতে ছয় থেকে ১২ বছর বয়সি শিক্ষার্থীরা পড়ে থাকে।

পুলিশ জানায়, ৪৫ বছর বয়সি এক নারী ফল কাটার ছুরি নিয়ে ওই হামলা চালান। পুলিশ তাকে আটক করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা বিদ্যালয়ে ভিড় করেন। এক শিশু শিক্ষার্থীর অভিভাবক বলেন, 'আমার বাচ্চা পঞ্চম গ্রেডে পড়ে এবং নিরাপদে বাড়ি পৌঁছেছে। তবে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের কিছুই জানায়নি।'

চীনে সাম্প্রতিক সময়ে ছুরি হামলার প্রবণতা বেড়েছে। গত ৭ মে দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে এক হাসপাতালে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছেন।

এর আগে গত আগস্টে ইউনানেরই আরেকটি জায়গায় এক ব্যক্তির ছুরিকাঘাতে দু'জন নিহত ও সাতজন আহত হয়েছিলেন। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে