ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
হেলিকপ্টার দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার আকস্মিক মৃতু্যতে অন্তর্র্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। তবে সাংবিধানিক কারণে পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে ইরানে। সেই অনুসারে, এরই মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান। তথ্যসূত্র : এএফপি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা 'তাসনিম নিউজ' জানিয়েছে, দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। গত রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দু'টি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। পথে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃতু্য বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে। এর জন্য পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগীয় প্রধান এবং প্রথম ভাইস প্রেসিডেন্টের সমন্বয়ে একটি কাউন্সিল গঠন করা হয়। সোমবার এ বিষয়ে সভা করেছে কাউন্সিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৮ জুন (শুক্রবার) ইরানে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।