দিলিস্নতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৭ ডিগ্রি 'রেড অ্যালার্ট'

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের রাজধানী দিলিস্নতে চলছে প্রচন্ড তাপপ্রবাহ। তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর মধ্যেই মুখে কাপড় জড়িয়ে এক নারী তার সন্তানকে নিয়ে গন্তব্যে যাচ্ছেন -ইনডিয়া টাইমস
ভারতের রাজধানী দিলিস্নতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এ কারণে আগামী পাঁচ দিনের জন্য 'রেড অ্যালার্ট' জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। তথ্যসূত্র : এনডিটিভি তাপপ্রবাহের ফলে দিলিস্নতে বিদু্যতের চাহিদা মাত্রা ছাড়িয়েছে। দুপুরে বিদু্যতের চাহিদা বেড়ে হয়েছে সাড়ে সাত হাজার মেগাওয়াটেরও বেশি। এটি গত বছরের মে মাসের চাহিদা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে এখনো যেসব স্কুল গ্রীষ্মকালীন ছুটি দেয়নি, তাদের অবিলম্বে ছুটি দিতে নির্দেশ দিয়েছে ভারতে শিক্ষা অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। গ্রীষ্মকালে সাধারণত দিলিস্নতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার কিছু ওপরে থাকে। কিন্তু এবারের গ্রীষ্মে যে গরম পড়েছে, তা স্বাভাবিক নয় বলে জানিয়েছেন দিলিস্নর আবহাওয়া অফিসের (আইএমডি) কর্মকর্তারা। বিশেষ করে গত চার দিনের প্রতিদিনই তাপমাত্রা বেড়েছে ভারতের রাজধানী ও তার আশপাশের এলাকাগুলোতে। গত রোববার দিলিস্নতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শনিবার তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৬ ডিগ্রি এবং তারও আগের দিন শুক্রবার ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।