রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মার্কিন কূটনীতিক বার্তা নিয়ে সৌদির কাছে

যাযাদি ডেস্ক
  ২১ মে ২০২৪, ০০:০০
মার্কিন কূটনীতিক বার্তা নিয়ে সৌদির কাছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বপূর্ণ সহকারী হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান হঠাৎ করেই মধ্যপ্রচ্য সফরে এসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। মূলত, ইসরাইলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করতেই তার এই দৌড়ঝাঁপ।

সৌদির ধাহরান শহরে গত শনিবার (১৮ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে প্রভাবশালী আরব এই দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিককরণের খসড়া চুক্তি নিয়ে পর্যালোচনা করা হয়েছে যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কিন্তু এ ক্ষেত্রে সৌদি আরবও কিছু শর্ত জুড়ে দিয়েছে। এসব শর্ত নিয়ে আলাপ করতেই আবার ইসরাইল গেছেন শীর্ষ এই মার্কিন কূটনীতিক।

জ্যাক সালিভান রোববার (১৯ মে) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে বৈঠক করেন। এতে জিম্মি মুক্তি, গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়।

তথ্যসূত্র : আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে