ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে অগ্নু্যৎপাত

প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার প্রত্যন্ত হালমাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে উদ্গীরণ হচ্ছে, ধূসর ছাইয়ের একটি কুন্ডলি আকাশে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে আগ্নেয়গিরিটির নিকটবর্তী সাতটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির আগ্নেয়গিরি সংস্থার দেওয়া তথ্য ও শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে ইবুতে উদ্গীরণ শুরু হয়, উৎক্ষিপ্ত ছাই চার কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে যায় আর এর জ্বালামুখের চারপাশে বেগুনি বিদু্যতের চমকানি দেখা যায়। তথ্যসূত্র : রয়টার্স