দিলিস্নর তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গেছে

প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের রাজধানী দিলিস্নর তাপমাত্রা শুক্রবার ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে। চলতি গ্রীষ্ম মৌসুমে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তথ্যসূত্র : টাইমস অব ইনডিয়া শুক্রবার ভারতের আবহাওয়া দপ্তরের জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানায় আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে। আগামী চার দিন তাপপ্রবাহ চলবে দেশটির মধ্যপ্রদেশ ও বিহারেও। আর পশ্চিমবঙ্গে ১৮ ও ২০ মে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। ওড়িশার জন্য এটি ২০ ও ২১ তারিখ। ঝাড়খন্ডে তাপপ্রবাহের পূর্বাভাস ১৯ ও ২০ মে রয়েছে। রাজস্থান, হরিয়ানা, চন্ডিগড়, পাঞ্জাবে শুক্রবার বেশিরভাগ জায়গারই তাপমাত্রা ৪৩ ডিগ্রি থেকে ৪৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। ভারতের আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দিলিস্নর নজফগড়ে ছিল শুক্রবারের সর্বাধিক উষ্ণ এলাকা। সেখানে তাপমাত্রার পারদ উঠেছিল ৪৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে। দিলিস্নর সফদরজং এলাকায় তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিলিস্নর আটটি এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে ছিল। এরপরই দিলিস্নর জন্য কমলা সতর্কতা জারি করা হয়। উলেস্নখ্য, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ভারতে এবারের তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে।