রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ফ্রান্সে সিনাগগে আগুন গুলিতে নিহত ১

যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২৪, ০০:০০
ফ্রান্সে সিনাগগে আগুন গুলিতে নিহত ১

ফ্রান্সের উত্তর-পশ্চিমের নগরী রুয়েনে সশস্ত্র এক ব্যক্তি ইহুদিদের একটি উপাসনালয় সিনাগগে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ব্যক্তির হাত একটি ছুরি ছিল এবং তিনি পুলিশের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসার সময় পুলিশ তাকে গুলি করে।

নগরীর মেয়র বলেন, সিনাগগে হামলা শুধু ইহুদি সম্প্রদায়ের ওপরই আক্রমণ নয়, বরং এটা 'পুরো নগরীর ওপর আঘাত এবং যা দুঃখজনক'।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় একটি সিনাগগ থেকে ধোঁয়া উড়তে দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে ছুরি ও লোহার রড হাতে দেখতে পায়। পরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেন।

মেয়র জানান, ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে সিনাগগে আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করে। সেখানে অস্ত্রধারী ব্যক্তি ছাড়া আর কেউ হতাহত হয়নি।

উলেস্নখ্য, পশ্চিম ইউরোপের অন্য দেশের মতো ফ্রান্সেও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদি বিদ্বেষ বেড়েছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে