রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

পুতিন ও শি 'ক্ষতি করার' পরিকল্পনা করেন : ট্রাম্প

যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২৪, ০০:০০
ডোনাল্ড ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 'ক্ষতি করার' পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'চীনের প্রেসিডেন্ট শি, আমি তাকে ভালোভাবে চিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তাকেও আমি ভালোভাবে চিনি।'

এ সময় তিনি বলেন, 'তারা এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছেন। যেখানেই তারা একত্রিত হন, সেখানেই তারা ক্ষতি করেন। কেননা তারা এমনটাই ভাবেন, ক্ষতি করার কথা।'

প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে শি'র সঙ্গে সুসম্পর্ক ছিল ট্রাম্পের। ২০১৭ সালে তার মার-এ-লাগো রিসোর্টে চীনা এই নেতাকে আমন্ত্রণও জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তী বছরগুলোতে শি'কে 'শত্রম্ন' বলে অভিহিত করেছিলেন তিনি।

এদিকে পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরই 'শীতল' ছিল।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন ২ দিনের সফরে চীনে যান পুতিন। শুক্রবার তিনি চীন সফর শেষ করেছেন। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে