বেঁচে যাবেন স্স্নোভাক প্রধানমন্ত্রী, অস্ত্রোপচার সফল

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
স্স্নোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টায় অন্তত পাঁচবার গুলি ছোড়া হয়েছে। গুলিবিদ্ধ ফিকোর দেশটির একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। স্স্নোভাকিয়ার উপ-প্রধানমন্ত্রী টমাস তারাবা বলেছেন, তিনি সুস্থ হয়ে যাবেন। তথ্যসূত্র : বিবিসি, এএফপি দেশটির হ্যান্ডলোভা শহরে আততায়ীর গুলিতে আহত দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন শঙ্কামুক্ত। বৃহস্পতিবার তিনি বলেন, 'ফিকোর অস্ত্রোপচার সফল হয়েছে। শেষ পর্যন্ত তিনি বেঁচে যাবেন বলেই ধারণা করছি।' ফিকোর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রীর বিপদ এখনো কাটেনি। তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। দেশটির সরকার জানিয়েছে, হ্যান্ডলোভাতে সরকারি বৈঠকের পর স্স্নোভাক রিপাবলিকের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা করা হয়। স্স্নোভাক গণমাধ্যম বলছে, অস্ত্রোপচারের পর ফিকোর জ্ঞান ফিরেছে। বুধবার সন্ধ্যায় স্স্নোভাক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রী জীবনের জন্য যুদ্ধ করছেন। তার অবস্থা সংকটাপন্ন। ব্রাতিস্স্নাভা থেকে ১৫০ কিলোমিটার দূরের ছোট শহর হ্যান্ডলোভাতে বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় 'হাউস অব কালচারে' প্রধানমন্ত্রী তার সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। একজন প্রত্যক্ষদর্শী পরে জানিয়েছেন, 'আমি পাঁচবার গুলির আওয়াজ শুনেছি।'