শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ইসরাইলে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যাযাদি ডেস্ক
  ১৬ মে ২০২৪, ০০:০০
ইসরাইলে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র ও গোলাবারুদ পাঠাবে। প্রশাসনের তরফ থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ আইনপ্রণেতাকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ করেছে কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র।

তবে কত দ্রম্নত এসব অস্ত্রশস্ত্র ও গোলা পাঠানো হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিলিস্তিনের গাজার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরাইলের সর্বাত্মক স্থল অভিযান শুরুর সম্ভাবনার প্রেক্ষাপটে দেশটিতে চলতি মাসে অস্ত্রের এক চালান পাঠানোর বিষয়টি স্থগিত করে মার্কিন প্রশাসন। এরই মধ্যে দেশটিকে আবার বিপুল পরিমাণে অস্ত্র ও গোলা পাঠানো নিয়ে ওই তথ্য বেরিয়ে এল। স্থগিত করা চালানের মধ্যে রয়েছে ২ হাজার পাউন্ড পর্যন্ত ওজনের ৩ হাজার ৫০০ বোমা।

বোমার চালান স্থগিত করার কারণ হিসেবে গাজায় বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বাইডেন প্রশাসন বলেছিল, দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ রাফায়, বিশেষ করে এসব বোমার ব্যবহার ঠেকাতেই ইসরাইলকে চালান পাঠানো স্থগিত করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে