বারানসিতে বিশাল শোডাউনে মনোনয়নপত্র জমা দিলেন মোদি

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারানসিতে মঙ্গলবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনের বিজেপি প্রার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে সোমবার বিকালে ছয় কিলোমিটার সুবিশাল শোভাযাত্রা বের করা হয় বিজেপির পক্ষ থেকে। তথ্যসূত্র : এনডিটিভি মঙ্গলবার কাল ভৈরবের মন্দিরে পূজা দিয়ে মনোনয়নপত্র জমা দেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে সোমবার বারানসিতে আয়োজন করা হয়েছিল বিশাল শোভাযাত্রার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে থাকা পন্ডিত মদনমোহন মালব্যর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শোভাযাত্রা শুরু করেন নরেন্দ্র মোদি। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে এই শোভাযাত্রায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। বারানসির লোকজন বলছেন, জীবনে কোনোদিন এত বড় শোভাযাত্রা সেখানে দেখেননি তারা। শোভাযাত্রা শুরুর পর ফুলের পাঁপড়ি ছেটানো হয়। একবার তা শুরু হওয়ার পর আর থামেনি টানা ছয় কিলোমিটার পর্যন্ত চলে। লাখ লাখ আলো জ্বলে উঠে এর প্রতিফলন গঙ্গা নদীতে পড়ার পর সুন্দর এক দৃশ্য তৈরি হয়েছিল। চারিদিকে বাজছিল অসংখ্য ঢাক, ফাটছিল বাজি।