যুদ্ধের মধ্যে আবারও চীন সফরে যাচ্ছেন পুতিন

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট জিনপিং ও পুতিন -ফাইল ছবি
ইউক্রনের সঙ্গে যুদ্ধের মধ্যেই চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। মঙ্গলবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ। এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, চলতি বছরের মার্চে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ভস্নাদিমির পুতিনের প্রথম বিদেশ সফর। আর ছয় মাসের মধ্যে চীনে তার দ্বিতীয় সফর। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, এই সফরে পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও 'অভিন্ন স্বার্থ' রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তথ্যসূত্র : এএফপি