ইন্দোনেশিয়ায় হড়কা বান ও শীতল লাভার স্রোতে নিহত ৪১

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে হড়কা বান ও একটি আগ্নেয়গিরি থেকে নেমে আসা 'শীতল লাভা'র স্রোতে অন্তত ৪১ জনের মৃতু্য হয়েছে। তথ্যসূত্র : বিবিসি শনিবার কয়েক ঘণ্টার ভারী বৃষ্টির পর সুমাত্রার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মারাপি থেকে পানির তীব্র স্রোতের সঙ্গে আগ্নেয়গিরির ছাই ও পাথর নেমে আসে। এই কাদার স্রোতে দুটি জেলা তলিয়ে যায় এবং শতাধিক ঘরবাড়ি, মসজিদ ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও লোকজনের মৃতু্য হয়। এ ঘটনার পর ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। জীবিতরা জানিয়েছেন কীভাবে তারা তাদের বাড়ির দিকে ধেয়ে আসা 'শীতল লাভা' থেকে রক্ষা পেয়েছেন। 'শীতল লাভা' আগ্নেয়গিরির উপাদান ও নুড়ি-পাথরের একটি সংমিশ্রণ, যা বৃষ্টির পানির সঙ্গে আগ্নেয় পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। ইন্দোনেশীয় ও তাগালোগ শব্দ 'লাহার'-এর অনুবাদ হিসেবে 'শীতল লাভা' শব্দবন্ধ ব্যবহার করা হয়। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী, শূন্য থেকে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে 'লাহার' বা 'শীতল লাভা' গঠিত হয়, কিন্তু এগুলোর তাপমাত্রা সাধারণত ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে।