শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

যাযাদি ডেস্ক
  ১৩ মে ২০২৪, ০০:০০
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

রাশিয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোদের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে। তথ্যসূত্র : রয়টার্স

ধসেপড়া ভবনটির ভিডিও পোস্ট করেছেন অঞ্চলটির গভর্নর ভ্যাচেস্স্নাভ গস্ন্যাডকভ। ওই ফুটেজে ১০ তলা ভবনটিকে ধসে পড়তে দেখা গেছে।

তিনি বলেন, 'বেলগোরোদ শহর এবং বেলগোরোদ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।'

রাশিয়ার 'ম্যাশ টেলিগ্রাম নিউজ চ্যানেল' জানিয়েছে, এ হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

তবে এ হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বা সেগুলো পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পর উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গেছেন অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, 'একটি ১০তলা ভবনের পুরো অংশই ধসে পড়েছে। আমি অনেক ভুক্তভোগীকে দেখছি। দমকলকর্মীরা তাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের চেষ্টা করছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে