'ইনডিয়া' জিতলে প্রধানমন্ত্রী হবেন না কেজরি

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বিজেপি বিরোধী জোট 'ইনডিয়া' ভারতের ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকবেন না। রোববার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন দিলিস্নর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তথ্যসূত্র : পিটিআই, এবিপি নিউজ পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রকাশ করা নিয়ে জোট সঙ্গীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। রোববার আপ বিধায়কদের সঙ্গে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন কেজরি। সেই ইশতেহারে ১০টি 'কেজরিওয়ালের গ্যারান্টি' বা প্রতিশ্রম্নতি পূরণের কথা জানিয়েছেন তিনি। সেই সময়ই তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন দিলিস্নর মুখ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে কেজরিকে প্রশ্ন করা হয়, বিরোধী জোট 'ইনডিয়া' সরকার গড়লে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না। উত্তরে তিনি বলেন, 'না। আমি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই।' তবে জোট ক্ষমতায় এলে তিনি 'কেজরিওয়ালের গ্যারান্টি' অবশ্যই পূরণ করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি ইশতেহারের প্রতিশ্রম্নতি নিয়ে তিনি জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেছেন কি-না জিজ্ঞাসা করা হলে কেজরি বলেন, "আমি জোট 'ইনডিয়া'র শরিকদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করিনি। তবে আমার বিশ্বাস, 'ইনডিয়া'র সদস্যদের এ নিয়ে কোনো সমস্যা হবে না।"