শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করলেন পুতিন

যাযাদি ডেস্ক
  ১১ মে ২০২৪, ০০:০০
নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করলেন পুতিন

রাশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে আবারও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'স্টেট দুমা'য় এ প্রস্তাব দেন তিনি। তথ্যসূত্র : রয়টার্স

মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটির দুমার অনুমোদন পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। কারণ, রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই বললেই চলে। পুতিন তার সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন।

রাশিয়ার আইন অনুসারে, আগের মেয়াদের সরকার পুতিনের উপস্থিতিতে পদত্যাগ করে। এর পরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

মেসেজিং অ্যাপ 'টেলিগ্রামে' দেওয়া এক পোস্টে দুমার স্পিকার ভ্যাচেস্স্নাভ ভলোদিন লিখেছেন, 'মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন একটি প্রস্তাব দুমায় জমা দিয়েছেন। আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।'

এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের জায়গায় ৫৮ বছর বয়সি মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিশুস্তিনের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে