বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সঞ্চয় খরচ করে ফেলেছেন মার্কিনিরা প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ

যাযাদি ডেস্ক
  ০৮ মে ২০২৪, ০০:০০
সঞ্চয় খরচ করে ফেলেছেন মার্কিনিরা প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ

করোনাভাইরাসের সময় অর্থ সঞ্চয় করা অর্থ খরচ করে ফেলেছেন মার্কিনিরা। ফলে ভবিষ্যতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন দেশটির অর্থনীতিবিদরা। তথ্যসূত্র : সিএনএন

ওই সময় সমন্বিতভাবে দুই লাখ কোটি ডলারের বেশি জমান দেশটির নাগরিকরা। অর্থ সঞ্চয়ের কারণ পরের বছরগুলোতে খরচ করতে পারে তারা। ফলে উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির মধ্যেও সবল থাকে দেশটির অর্থনীতি। কিন্তু সেই জমানো অর্থ এখন শেষ হয়ে গেছে।

সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের অর্থনীতিবিদ হামজা আবদেলর হমান ও লুইজ এডগার্ড অলিভেরার মতে, মহামারিতে সঞ্চয়ের প্রবণতা বা সক্ষমতা মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিনিদের সঞ্চয়ের চেয়ে এখন ঋণ বেশি রয়েছে। মূলত চলতি বছরের মার্চের মধ্যে তাদের মহামারিকালীন সঞ্চয় শেষ হয়ে গেছে।

মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভোক্তা ব্যয় এবং এক্ষেত্রে গত দুই বছর শক্তিশালী অবস্থান দেখা গেছে। কিন্তু এখন সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় ভোক্তাদের ব্যয়ে প্রভাব পড়তে পারে। আমেরিকার অর্থনীতিবিদরা মনে করছেন, এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন অর্থনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে