পঞ্চমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত

পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট পশ্চিমা বিশ্বের

পুতিনের পুনর্র্নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, বলেছে আমেরিকা

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আরও ছয় বছরের জন্য শপথ নিয়েছেন ভস্নাদিমির পুতিন। মঙ্গলবার দুপুরে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রু হলে শপথ নেন তিনি। আর এই অনুষ্ঠান বয়কট করেছে আমেরিকা ও অন্য পশ্চিমা দেশগুলো। ভস্নাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনা কথা জানানোর পরও শপথ অনুষ্ঠান বয়কট করেছে তারা। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি, এএফপি শপথ গ্রহণ অনুষ্ঠানের বয়কটের কারণে হিসেবে আমেরিকা বলছে, তারা মনে করে- পুতিনের পুনর্র্নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এদিকে, যুক্তরাজ্য, কানাডা ও বেশিরভাগ ইউরোপীয় ইউনিয়নের দেশ শপথ গ্রহণ বয়কট করার সিদ্ধান্ত নেয়। তবে ফ্রান্স জানায়, শপথ অনুষ্ঠানে তারা তাদের দূত পাঠিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেছেন, ২০টি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য রাষ্ট্র এই অনুষ্ঠান বয়কট করেছে। তবে ফ্রান্স, হাঙ্গেরি ও সেস্নাভাকিয়াসহ সাতটি ইইউভুক্ত দেশ অনুষ্ঠানে অংশ নিয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পুতিনকে রাশিয়ান ফেডারেশনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো আইনি ভিত্তি দেখছে না ইউক্রেন। শপথের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ৭১ বছর বয়সি ভস্নাদিমির পুতিন। গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি। অনুষ্ঠানের পর দেশটির বর্তমান সরকার পদত্যাগ করেছে এবং পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে নতুন সরকারের দায়িত্ব নিয়েছে। এরপর সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী হিসেবে একজনকে বাছাই করে অনুমোদনের জন্য রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ 'স্টেট ডুমা'য় উপস্থাপন করেন পুতিন। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির ক্রমবর্ধমান অর্থনীতিকে কেন্দ্র করে একজন সফল সরকার প্রধান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে আবারও নিয়োগ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা একসঙ্গে জয়ী হবো :শপথ নিয়ে বললেন পুতিন এদিকে, পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি বলেছেন, রাশিয়া বর্তমানে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং বিজয়ীর বেশে তাদের উত্তরণ ঘটবে। তিনি বলেছেন, 'গৌরবের সঙ্গে আমরা এই কঠিন সময় পার করব এবং আরও শক্তিশালী হবো। আমরা এক ও মহান একটি জাতি। আমরা একসঙ্গে সব বাধা অতিক্রম করব, যা পরিকল্পনা করেছি, তা অর্জন করব।' পুতিন জানিয়েছেন, প্রেসিডেন্টের পদকে নিজের জন্য একটি 'বড় সম্মান' হিসেবে দেখেন তিনি এবং এটি তার জন্য একটি পবিত্র দায়িত্ব। এছাড়া ইউক্রেনে যুদ্ধরত সেনাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলছেন, 'আমাদের জয় হবে এই আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছি আমরা।' এছাড়া পশ্চিমাদের সঙ্গে সংলাপের ব্যাপারেও কথা বলেছেন পুতিন।