বিক্ষোভ নজরে রাখতে ড্রোনও ব্যবহার করেছে পুলিশ

প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে দেশটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন প্রায় ১৮ ঘণ্টা ধরে দখলে রেখেছিলেন বিক্ষোভকারীরা। ওই সময় তাদের মোবাইল ফোনে ধারণ করা সেই ঘটনার কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে। তথ্য সূত্র : রয়টার্স ভিডিওতে দেখা গেছে, ম্যানহাটন ক্যাম্পাসের গেটের বাইরে লাইন ধরে নিউ ইয়র্ক পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিক্ষোভকারীদের নজরে রাখতে সন্ধ্যার আকাশে পুলিশের নজরদারি ড্রোনও দেখা গেছে। ইসরাইলের সঙ্গে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক সম্পর্কের প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ ধরে ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছিলেন বিক্ষোভকারীরা। তাদের ক্যাম্পের ওপরে ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র নেতাদের সঙ্গে ডাকা জুম মিটিং-ও ব্যর্থ হয়েছে। বিক্ষোভের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ চুরি ও অনুপ্রবেশের অভিযোগে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে অন্তত ৩০ জন শিক্ষার্থী, ছয়জন সাবেক ও দুইজন কর্মচারী ছিলেন। পুলিশ ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।