১৭ রোগীকে হত্যার দায়ে ৭৬০ বছরের কারাদন্ড
প্রকাশ | ০৫ মে ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত ১৭ জন রোগীকে হত্যার দায়ে হেদার প্রেসডি (৪১) নামের এক নার্সকে ৭৬০ বছর কারাবাসের সাজা দিয়েছে আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি আদালত। মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৩ সাল- তিন বছরে অঙ্গরাজ্যের পাঁচটি হাসপাতালে এ ঘটনা ঘটিয়েছেন তিনি।
এই তিন বছরে মোট ২২ জন রোগীকে প্রাণঘাতী ইনসুলিনের ইঞ্জেকশন দিয়েছেন তিনি। তাদের সবার বয়স ৪৩ বছর থেকে ১০৪ বছরের মধ্যে। এই ২২ জন রোগীর মধ্যে মাত্র পাঁচজনকে বাঁচানো সম্ভব হয়েছে।
ইঞ্জেকশন দেওয়ার জন্য রাতের শিফটকে বেছে নিতেন হেদার। যে ২২ জনের দেহে তিনি প্রাণঘাতী ইনসুলিনের ইঞ্জেকশন পুশ করেছেন, তাদের মধ্যে কয়েকজন, এমনকি ডায়াবেটিসের রোগীও ছিলেন না।
তথ্যসূত্র : এনডিটিভি