ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃতু্য হয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে ১১৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির লুবু জেলায় বন্যায় ১ হাজার ৩০০টিরও বেশি পরিবার বন্যাক্রান্ত ও অন্তত ১ হাজার ৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি ১০ ফুটের মতো উচ্চতায় উঠেছিল।
শনিবার ভোরে বন্যার পানিতে ব্যাপক এলাকা ডুবে যাওয়ার পর থেকে পানি কমতে শুরু করেছে। তলস্নাশি ও উদ্ধারকারী দলগুলো রাবার বোট ও অন্যান্য যান নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স