শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রিটার্ন জমা না দেওয়ায় পাঁচ লাখ সিম বন্ধ

যাযাদি ডেস্ক
  ০৪ মে ২০২৪, ০০:০০
রিটার্ন জমা না দেওয়ায় পাঁচ লাখ সিম বন্ধ

আয়কর রিটার্ন জমা না দেওয়ায় পাঁচ লাখ নাগরিকের মোবাইল ফোন সিম বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তানের রাজস্ব বিভাগ।

'ফেডারেল বোর্ড অব রেভিনিউ' (এফবিআর) জানিয়েছে পাঁচ লাখ ছয় হাজার ৬৭১ ব্যক্তি তাদের ২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ এই ব্যক্তিদের কাছ থেকে রিটার্ন না পাওয়া পর্যন্ত তাদের সিম বন্ধ থাকবে। আগামী ১৫ মে এর মধ্যে সিম বন্ধের আদেশ কার্যকর করতে টেলিযোগাযোগ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, রাজস্ব বিভাগ ২৪ লাখ সম্ভাব্য করদাতাকে চিহ্নিত করেছে, যারা কর রোলে বিদ্যমান নেই। এসব ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ২০২৩ সালের আয়কর রিটার্ন দাখিল করলে তাদের সিম কার্ডগুলো সক্রিয় হয়ে যাবে। তথ্যসূত্র : ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে