পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে শুক্রবার ভোরের দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন।
বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালটিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সরকারের একজন মুখপাত্র বলেন, 'বাসটি গিলগিত-বালটিস্তানের দিয়ামের জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে যায়।'
দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
পাকিস্তানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটতে দেখা যায়। যাতে বহু মানুষের প্রাণ যায়। দেশটিতে গাড়িচালকরা ট্রাফিক আইন যেমন মানেন না, তেমন অনেক প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ। যানবাহনের অবস্থাও মানসম্মত নয়। তথ্যসূত্র : রয়টার্স