মার্কিন নির্বাচন

বাইডেন ভারত ও জাপানকে বললেন 'জেনোফোবিক'

কোনো দেশের অপরাধের কথা বাইডেন বলেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস

প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত ও জাপানকে 'জেনোফোবিক' বলে অভিহিত করেছেন। চীন, রাশিয়ার সঙ্গে একই গ্রম্নপে যুক্ত করে তাদের এই আখ্যা দেন, যারা 'অভিবাসী চায় না'। তবে এই মন্তব্যের মাধ্যমে বাইডেন কোনো দেশের অপরাধের কথা বলেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। উলেস্নখ্য, জেনোফোবিক অর্থ হলো- বিদেশি বা অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাব। তথ্যসূত্র : বিবিসি বাইডেন বলেন, 'আমাদের অর্থনীতি কীভাবে এগিয়ে চলেছে? কারণ আমরা অভিবাসীদের আমন্ত্রণ জানাই। চীনের অর্থনীতির হাল কেন এত খারাপ? জাপানে এত সমস্যা কেন? কেন রাশিয়া ও ভারতেরও এই হাল? কারণ তারা সবাই জেনোফোবিক। তারা অভিবাসীদের চায় না।' জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কয়েক সপ্তাহ আগে যখন রাষ্ট্রীয় সফরের ওয়াশিংটন গিয়েছিলেন, তখন মার্কিন-জাপান জোটকে 'অলঙ্ঘনীয়' বলে অভিহিত করেছিলেন বাইডেন। তারপরই এই সমালোচনামূলক মন্তব্য করেন তিনি। এদিকে, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ থাকলেও ভারত বর্তমানে আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার। গত বুধবার (১ মে) স্থানীয় সময় সন্ধ্যায় প্রচারণা তহবিল সংগ্রহের অনুষ্ঠানে কথা বলেন বাইডেন। অনুষ্ঠানে তিনি প্রধানত এশিয়ান-আমেরিকান দর্শকদের উদ্দেশেই কথা বলছিলেন। এ সময় বাইডেন বলেন, চলতি বছরের নভেম্বরের মার্কিন নির্বাচন হবে 'স্বাধীনতা, আমেরিকা ও গণতন্ত্র' নিয়ে। জো বাইডেন বলেন, 'কেন? কারণ, আমরা অভিবাসীদের স্বাগত জানাই। এটা নিয়ে ভাবুন। কেন চীন অর্থনৈতিকভাবে এত খারাপভাবে স্থবির হয়ে পড়েছে? কেন জাপানের সমস্যা হচ্ছে? কেন রাশিয়া? কেন ভারত? কারণ, তারা জেনোফোবিক। তারা অভিবাসীদের চায় না।' বাইডেনের এই বক্তব্যের পর মন্তব্যের জন্য আমেরিকায় অবস্থিত জাপান, ভারত, চীন ও রাশিয়ার দূতাবাসে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য এই মন্তব্যটির বিপরীতে মার্কিন পর্যবেক্ষকদের সমালোচনা সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের সাবেক মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী এলব্রিজ কোলবি বলেছেন, জাপান ও ভারত 'আমাদের দুটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ মিত্র'। তাদের প্রতি সম্মান রেখেই আমাদের কথা বলা উচিত। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কারবি বলেছেন, তিনি (বাইডেন) মার্কিন অভিবাসন নীতিতে আরও বিস্তৃত বক্তব্য রেখেছেন। তিনি বলেন, 'আমাদের মিত্র এবং অংশীদাররা ভালোভাবে জানেন, তাদের বন্ধুত্ব, তাদের সহযোগিতার পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন কীভাবে তাদের মূল্যায়ন করেন। তারা জানে, তিনি জোট এবং অংশীদারিত্বের ধারণাকে কতটা গুরুত্ব দেন।' হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, মার্কিন অভিবাসী নীতি নিয়ে কথা বলতে গিয়েই বাইডেন এসব কথা বলেছেন। কোনো দেশকে তিনি অবমূল্যায়ন করেননি।