'ন্যাটোয় যোগ দিতে রাশিয়াকে হারাতে হবে ইউক্রেনকে'
প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যটো জোটে যোগ দিতে চায়, তাহলে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে। এরই মধ্যে ন্যাটো জোট স্পষ্ট করেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এ জোটে যোগ দিতে পারবে না। তথ্যসূত্র : পার্স টুডে
বুধবার রাজধানী কিয়েভে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জেলেনস্কি বলেন, 'আমি মনে করি, আমরা বিজয়ী হলেই কেবল ন্যাটো জোটে যুক্ত হতে পারব। তবে আমি মনে করি না, যুদ্ধ চলাকালীন আমরা ন্যাটোর সদস্য হতে পারব।'
ইউক্রেনের প্রেসিডেন্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ৩২ জাতির এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে। কিন্তু যুদ্ধের মধ্যে কোনো কোনো সদস্য দেশ ঝুঁকি অনুভব করে অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে পারে। আর কিছু কিছু দেশ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকবে। সেক্ষেত্রে ন্যাটো জোটে ঢুকতে হলে আমাদের বিজয় প্রয়োজন।'
২০২২ সালে ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য ইউক্রেন আবেদন করেছে। কিন্তু এ পর্যন্ত দেশটিকে সদস্য করা হয়নি।