করোনার টিকা 'কোভিশিল্ড'র পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে স্বীকার করেছে প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। গত ফেব্রম্নয়ারিতে আদালতে জমা দেওয়া এক নথিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের তৈরি করা টিকার কারণে বিরল রোগ 'থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম' (টিটিএস)-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। এই রোগে আক্রান্ত হলে রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল অ্যাস্ট্রাজেনেকা। কোভিশিল্ড ছাড়াও 'ভ্যাক্সেজেরিয়া' নামেও একটি প্রতিষেধক বাজারে এনেছিল তারা।
তথ্যসূত্র : টেলিগ্রাফ