ভারতের উন্নয়ন ব্যাকফুটে, অর্থনীতি ব্যাকফুটে, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো ইসু্য পেছন সারিতে। লোকসভার লড়াই এখন নেমে এসেছে হিন্দু-মুসলমান আর ব্যক্তি আক্রমণে। প্রধানমন্ত্রী মোদি যেখানে নির্বাচনে হিন্দু-মুসলমান মেরুকরণ করে ফায়দা তোলার চেষ্টা করেছেন, সেখানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী নেমে এলেন ব্যক্তি আক্রমণের পর্যায়ে। মোদির রাজ্য গুজরাটে গিয়েই প্রিয়াঙ্কা তাকে 'আঙ্কেলজি' বলে কটাক্ষ করলেন। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস
এই তিক্ততার সূত্রপাত প্রধানমন্ত্রী মোদির 'মঙ্গলসূত্র' মন্তব্যকে কেন্দ্র করে। কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে আক্রমণ শানাতে গিয়ে 'হাত' শিবিরের বিরুদ্ধে মুসলমান তোষণের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানে এক নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, 'আপনাদের মঙ্গলসূত্রটাও মুসলমানদের হাতে তুলে দেবে কংগ্রেস।' মোদির সেই অভিযোগের পাল্টা দিতে গিয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
তিনি শনিবার গুজরাটে এক জনসভায় বলেন, 'বিয়েবাড়িতে দেখা যায়, কোণার দিকে দাঁড়িয়ে কিছু আঙ্কেল অহেতুক ঝামেলা বাঁধানোর চেষ্টা করেন। সবাইকে জ্ঞান দিতে থাকেন। এমনই আঙ্কেলজি কদিন ধরে বলে যাচ্ছেন, সাবধান হয়ে যান। কংগ্রেস সরকার এলে আপনাদের মঙ্গলসূত্র মুসলমানদের দিয়ে দেবে। এসব শুনলে কী করবেন, হাসবেনই তো।'
প্রিয়াঙ্কার অভিযোগ, আজ দেশের প্রধানমন্ত্রী যা খুশি বলে যাচ্ছেন। সেটা তিনি করছেন, কারণ তার ধারণা, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকার দরুন তিনি যা যা বলবেন, সব মানুষই বিশ্বাস করবে। কংগ্রেস নেত্রীর সাফ কথা, 'বাজে বকছেন মোদি। এসব কখনো হতে পারে না। সেটা মানুষ বোঝে।'