গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে অগ্নিকান্ডে নিহত ১০
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে গৃহহীনদের একটি আশ্রয়কেন্দ্রে অগ্নিকান্ডে অন্তত ১০ জনের মৃতু্য হয়েছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার মধ্যরাতে পোর্তো আলেগ্রি শহরের আশ্রয়কেন্দ্রটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানে প্রায় ৩০ জন লোক বসবাসরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
অগ্নিদগ্ধ অন্তত ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দমকল পরিষেবা জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটি অনুমোদন না নিয়েই কার্যক্রম চালাচ্ছিল। কিন্তু পোর্তো আলেগ্রির এক নগর কর্মকর্তা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ফলে এটি অবৈধভাবে চলছিল কিনা তা পরিষ্কার হয়নি। তথ্যসূত্র : বিবিসি