নেতানিয়াহুকে স্যান্ডার্স
'মার্কিনিদের বুদ্ধিমত্তাকে কটাক্ষ করবেন না'
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থি বিক্ষোভকে 'ইহুদি-বিরোধী' বিক্ষোভ বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন, তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
তিনি বলেছেন, 'আপনার অপকর্মের জন্য আপনাকে দায়ী করা ইহুদি-বিরোধিতা নয়। দয়া করে মার্কিন নাগরিকদের বুদ্ধিমত্তাকে কটাক্ষ করবেন না।'
এর একদিন আগে গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভের তীব্র সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তিনি বুধবার ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভকে 'ভয়ানক' বলে মন্তব্য করে বলেন, আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো 'ইহুদি-বিদ্বেষী গুন্ডাদের' দখলে চলে গেছে। নেতানিয়াহু বলেন, 'তারা ইসরাইলের ধ্বংস চায়।'
এ সম্পর্কে স্যান্ডার্স বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নিজের অপরাধযজ্ঞ থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে এ বক্তব্য দিয়েছেন। মার্কিন এই সিনেটর সরাসরি বলেন, 'না, মিস্টার নেতানিয়াহু। এটি ইহুদি-বিরোধী বিক্ষোভ নয়।'
তিনি বলেন, গাজা উপত্যকার ৩৪ হাজারের বেশি মানুষকে হত্যা, ২ লাখ ২১ হাজার ঘরবাড়ি ধ্বংস, ১০ লাখের বেশি মানুষকে বাস্তুচু্যত করার প্রতিবাদ কখনো 'ইহুদি-বিরোধিতা' নয়।
তথ্যসূত্র : পার্স টুডে