বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন বিরোধী নেতা লাপিদ

যাযাদি ডেস্ক
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন বিরোধী নেতা লাপিদ

'ইসরাইলের নিরাপত্তার' জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী নেতা ইয়ার লাপিদ। তথ্যসূত্র : আনাদলু নিউজ

সোশ্যাল মিডিয়া পস্ন্যাটফর্ম 'এক্সে' দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, 'আর কতদিন অজুহাত দেখিয়ে ইসরাইল রাষ্ট্রকে কলঙ্কিত করতে থাকবে এই বিশৃঙ্খল সরকার? আইডিএফের (ইসরাইলি সেনাবাহিনী) কাছে যথেষ্ট সেনা নেই এবং প্রত্যেককে তালিকাভুক্ত করতে হবে।'

তিনি আরও বলেছেন, 'ইসরাইলের নিরাপত্তার স্বার্থে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত এবং এই সরকারকে আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত।'

হারেদিমকে সামরিক বাহিনীর চাকরি করা থেকে ছাড় দিয়ে যদি নতুন নিয়োগ আইন পাস না করা হয় তাহলে ক্ষমতাসীন জোটের ধর্মীয় দলগুলো সরকার থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে।

ইসরাইলের মোট জনসংখ্যার ১৩ শতাংশ হারেদিম এবং তারা সামরিক বাহিনীতে কাজ করে না। এর পরিবর্তে তারা তাদের জীবন তাওরাত অধ্যয়নের জন্য উৎসর্গ করে থাকে।

অন্যদিকে, আইন অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সি প্রত্যেক ইসরাইলিকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। তবে হারেদিমের অব্যাহতি দেওয়ায় কয়েক দশক ধরে ইসরাইলে বিতর্কের জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে