বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

'রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন না'

যাযাদি ডেস্ক
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ইমরান খান

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বিচার বিভাগের বিরুদ্ধে কথা না বলতে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে শুক্রবার নির্দেশ দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। তাছাড়া তার রাজনৈতিক বা উত্তেজনা তৈরি করে এমন মন্তব্যকে গুরুত্ব না দিতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানানো হয়।

আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যায়বিচার চেয়ে একটি আবেদন নিষ্পত্তি করার সময় বিচারক রানা নাসির জাভেদ এই আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, সেনাবাহিনী ও বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের

বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ইমরান খান। যা বিচার বিভাগের মর্যাদাকেই শুধু ক্ষতিগ্রস্ত করেনি বরং ন্যায়বিচার প্রদানের মতো বিচারিক কার্যক্রমও

বাধাগ্রস্ত করেছে।

এ সময় আদালতের মর্যাদা ব্যাহত করতে পারে এমন রাজনৈতিক বা উসকানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে আইনজীবী দল, ইমরান খান ও তার স্ত্রী এবং তাদের পক্ষের কৌঁসুলিদের প্রতি অনুরোধ জানায় আদালত। তথ্যসূত্র : ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে