শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ইসরাইলি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আমেরিকার

যাযাদি ডেস্ক
  ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
ইসরাইলি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আমেরিকার

ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এমন খবরে ভীষণ চটেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ব্যাটালিয়ানকে অভিজাত হিসেবে অভিহিত করে আইডিএফ। কিন্তু বাইডেন প্রশাসন এই ইউনিটকে কালো তালিকাভুক্ত করেছে। তথ্যসূত্র : রয়টার্স, আল-জাজিরা

এদিকে, এই নিষেধাজ্ঞার বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতাহিয়াহু। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, 'আইডিএফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। কারণ আমাদের সেনারা সন্ত্রাসী দানবের বিরুদ্ধে লড়াই করছে। আইডিএফের একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উদ্ভট ও নিম্নমানের নৈতিকতা। আমরা এসব উদ্যোগের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নেবো।'

উগ্রবাদী-অবৈধ বসতিস্থাপনকারী যেসব ইসরাইলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটে যোগ দেওয়ার সুযোগ পায় না, তারাই 'নেতজা ইয়েহুদাতে' যোগ দেয়।

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে নেয় ইসরাইল। এরপর তারা ফিলিস্তিনের ভূখন্ড দখল করে সেখানে অবৈধ বসতি স্থাপন শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে