শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ইরাকে ইরানপন্থি বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
ইরাকে ইরানপন্থি বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা

ইরাকের ইরানপন্থি সরকারি নিরাপত্তা বাহিনী 'পপুলার মোবিলাইজেশন ফোর্স'র (পিএমএফ) সামরিক ঘাঁটির একটি কমান্ড পোস্টে বিমান হামলা হয়েছে। শুক্রবার রাজধানী বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালসো সামরিক ঘাঁটিতে এই হামলা হয়। ইরাকের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

একটি সূত্র বলেছেন, হামলার পরপরই সামরিক ঘাঁটির কমান্ড পোস্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিমান হামলার কারণে সেখানে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন তারা।

কালসো সামরিক ঘাঁটিতে বিমান হামলায় পিএমএফের এক যোদ্ধা নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন বলে পার্শ্ববর্তী হিলস্না শহরের একটি হাসপাতালের দুই কর্মকর্তা জানিয়েছেন।

এক বিবৃতিতে পিএমএফ বলেছে, বিস্ফোরণে বস্তুগত ক্ষয়ক্ষতি এবং কয়েকজন আহত হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ইরাকের ওই দুই নিরাপত্তা সূত্র বলেছেন, বিমান হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরাকে মার্কিন সামরিক বাহিনীর কোনো তৎপরতা নেই।

এর আগে, গত শনিবার ইসরাইলি ভূখন্ডে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার জবাবে শুক্রবার ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলা চালায় ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে