ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু ভোট দিতে গিয়ে এক বৃদ্ধা শুনেছেন- তিনি মারা গেছেন, আর তাই ভোট দিতে না পেরে নিরাশ হয়েই ফিরেছেন তিনি। কাগজে-কলমে মৃত হওয়ায় বাস্তবে জীবিত এই ভোটারের ভোট দিতে ব্যর্থ হওয়ার এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। তথ্যসূত্র : টিভি৯
ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম বাসন্তী দাশ। তিনি শুক্রবার সকাল সকাল গিয়েছিলেন ভোট দিতে। কিন্তু, ভোটকেন্দ্রে গিয়ে শোনেন তিনি মৃত। তাই ভোট দিতে দেওয়া হবে না তাকে। কাগজে-কলমে তিনি মৃত। তাই ভোটাধিকার নেই।
পরে অশ্রম্নসজল চোখ নিয়ে ভোট কেন্দ্র থেকে ফিরে আসেন বাসন্তী দাশ নামে ওই বৃদ্ধা। এদিন ভোটের সকালে এ ঘটনা ঘটেছে ধূপগুড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে। ধূপগুড়ির বৈরাতীগুড়ি হাই স্কুলে ভোট কেন্দ্র বাসন্তী দেবীদের। এদিন সকাল সাড়ে সাতটার দিকে ভোট দিতে গিয়েছিলেন তিনি।
ভোটের ডিউটিতে থাকা প্রিসাইডিং অফিসার জানান, তার কিছু করার নেই, ভোটার তালিকায় 'ডিলিট' রয়েছে, তাই ভোট দিতে পারবেন না।